You have to pay more than what is available ( যা পাওয়া যায় তার থেকে বেশি দিতে হয় )

                                         

 It's easy to be successful once. If you want to be the first in life then you have to cover extra distance. A There is no competition to go this extra way. re you willing to do a little more than you get paid for? How many people are there who are willing to do a little more than what they do for Mine? Not too much

Most people don't want to work for more than they get paid for. There is a group of second class people who do as much as they do not do. They work as much as they can to keep the job. A very small part of the pay for the work is willing to do something more. Why do they do more? Where is the competition if you belong to this latest category? These are the benefits of doing more work than paid for -

*  Make yourself more necessary and essential than others.

*  Increases confidence.

*  As well as those who work acknowledge your leadership in the work.

*  Be trustworthy to others.

*  Rising people begin to respect.

*  Subordinate and superior, both sides create a loyalty.

*  Collaboration is easy to get.

Regardless of age, experience and educational qualifications, the following qualities are always in demand. Those who work hard and without supervision; Those who are disciplined and considerate; those who listen carefully and follow the instructions correctly; Those who speak the truth, those who work in times of crisis, do not make excuses, those who pay more attention to results than work, those who are always happy and polite in behavior. Always think, whether it is a customer, a friend, a wife, a parent, or a child - when you want to give something to someone, you can give something more than the actual price. When doing something, think, "How can I add some extra value to what I'm doing? Or how can I give something extra to someone else?"

Why some intelligent people survive failure despite their astonishing educational qualifications. Or if you live a normal life too much? Because he has become proficient in researching the negative aspects of all things and has created a storehouse of negative energy. They do not want to do the work for which they are paid or do as much as they do not do. No wonder they will become living symbols of failure. When we work for more than we get paid for, we have no competitors. In fact then our competition is with ourselves. This aspect is more important than merit or university degree.


একবার সফল হওয়া সহজ। যদি জীবনে সবার আগে চলতে চান তাহলে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হবে। এই অতিরিক্ত পথ চলতে কোন প্রতিযোগিতা নেই। যে কাজের জন্য মাইনে পান তার থেকে অল্প বেশি কাজ করতে কি আপনি তৈরি আছেন ? এমন কতজন লোক আছেন যারা মাইনের জন্য যা কাজ করে তার থেকে একটু বেশি কাজ করতে প্রস্তুত ? খুব বেশি নয়।   অধিকাংশ লোকেই যে কাজের জন্য মাইনে পান তার থেকে বেশি কাজ করতে চান না। দ্বিতীয় শ্রেণীর একদল আছেন যারা যতটুকু কাজ না করলে নয় সেইটুকুই করেন। তারা ততটুকুই কাজ করেন যার দ্বারা চাকরি বজায় রাখা যায়। খুব একটি ক্ষুদ্র অংশ যে কাজের জন্য মাইনে পান তার থাকে কিছু বেশি করতে ইচ্ছুক। তারা বেশি করেন কেন ? যদি আপনি এই সর্বশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হন তাহলে প্রতিযোগিতা কোথায় ? যে কাজের জন্য মাইনে পাওয়া যায় তার থেকে বেশি কাজ করার সুবিধে এইগুলি -

* নিজেকে অন্যদের থেকে বেশি প্রয়োজনীয় এবং অপরিহার্য করে তোলা যায়। 

* আত্মবিশ্বাস বেড়ে যায়।

 * পাশাপাশি যারা কাজ করেন তারা কাজের বিষয়ে আপনার নেতৃত্ব স্বীকার করে নেন। 

* অন্যদের কাছে বিশ্বাসভাজন হওয়া যায়। 

* ঊধ্বর্তন ব্যক্তিরা সম্মান করতে শুরু করেন। 

* অধস্তন এবং ঊধ্বর্তন,দুই তরফেই একটা আনুগত্যেই সৃষ্টি হয়।  

* সহযোগিতা পাওয়া সহজ হয়। 

  বয়স অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা  যাই হোক না কেন,নিম্নবর্ণিত গুন সম্পন ব্যক্তিদেরসবর্দাই চাহিদা আছে। যারা কঠোর পরিশ্রমী এবং তদারকি ছাড়াই কাজ করেন; যারা নিয়মাবর্তী এবং বিবেচক ;যারা যত্ন সহকারে  শোনেন এবং সঠিকভাবে নির্দেশাবলী পালন করেন ; যারা সত্য কথা বলেন,যারা সংকটের মুহূর্তে কাজ করেন ডাকলে নানা আজুহাত দেখান না, যারা কাজের থেকে ফলাফলের দিকে বেশি নজর দেন, যারা সবসময়ই প্রসন্ন এবং আচরনে সুভদ্র।  সবসময়ই চিন্তা করুন, খরিদ্দার, বন্ধু, স্ত্রী, মাতা -পিতা, কিংবা সন্তান -যেই হোক না কেন, যখন কাউকে কিছু দিতে চান তখন যেন প্রকৃত মূল্যের থেকে কিছু  বেশি দিতে পারেন। যখন কিছু কাজ করেন তখন চিন্তা করুন, "আমি কিভাবে যে কাজ করছি তাতে কিছু অতিরিক্ত মূল্য যোগ করতে পারি? অথবা অন্যকে আমি অতিরিক্ত কিছু কিভাবে দিতে পারি?"  

 কেন কোনও কোনও বুদ্ধিমান ব্যক্তি তাদের চমকপ্রদ শিক্ষাগত যোগ্যতা সত্তেও বিফলতার জীবন্ত হয়ে থাকেন। অথবা খুব বেশি হলে মামুলিভাবে জীবনযাত্রা নির্বাহ করেন ?  কারন সমস্ত বিষয়ের নঞর্থক দিকগুলি সম্পর্কে অনুসন্ধান  করে দক্ষ হয়েছেন এবং একটি নেতিবাচক শক্তির ভান্ডার  তৈরি করেছেন। তারা যে কাজের জন্য পারিশ্রমিক পান সে কাজটা করতে চান না অথবা যতটুকু কাজ না করলে নয় ততটুকুই করেন। আশ্চর্য হওয়ার কিছু নেই যে তারা বিফলতার জীবন্ত প্রতীক হয়ে  উঠবেন। যখন আমরা যে কাজের জন্য পারিশ্রমিক পাই তার থেকে বেশি কাজ করি তখন আমাদের কোন প্রতিদ্ধন্ধী থাকে না। প্রকৃতপক্ষে তখন আমাদের প্রতিযোগিতা নিজেদের সঙ্গে। মেধা কিংবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির থেকে এই দৃষ্টিভঙ্গির গুরুত্ব অনেক বেশি।  

Newest
Previous
Next Post »

Please do not enter any spam link in comment
section suggestions appreciated
Thanks..... ConversionConversion EmoticonEmoticon