How to get the job you want (কিভাবে নিজের মনের মতন কাজ পাবেন )



 If the work is like the mind, then that work is no longer work but it becomes pursuit.

If an artist can express his art, would it be a burden to him? Here are some important tips to help you get the job you want: -

First: - Decide what kind of job you are looking for.

Second: - Choose the company of your choice then try your best to get into it.

Third: - Write about your potential, earning-provider policy, process and willingness. Try to mold yourself accordingly. Only then will the path of improvement be wide.

Fourth:- Analyze yourself thoroughly about your qualifications and talents and decide what you have to offer. That is, do you have any qualifications for which people will hire you? In this case, in addition to the field of education in other fields (such as - sports, speech, competition, drama, etc.) to indicate how good you are.

Fifth: - Forget what you get for a while and keep in mind what you have to attract the customer.

Sixth:- If you have a clear plan, write it down on a piece of paper.

Seventh: - Then give this paper to the person with whom the company (so that you are looking for a job) has direct contact. If it is done logically in the first place, it will have a profound effect on the potential owner.


যদি কাজ মনের মত হয় তবে সেই কাজ আর কাজ থাকে না বরং তা সাধনা হয়ে ওঠে। 

যদি কোন শিল্পী তার শিল্পের প্রকাশ ঘটাতে পারে  তবে তা কি তার কাছে বোঝা বলে মনে হবে? নিজের মনরে মত কাজ প্রাপ্ত করার জন্য কিছু জরুরী নির্দেশ এগুলি পালন করুন :- 

 প্রথমত :- ঠিক করুন যে আপনি কি ধরনের কাজ চাইছেন। 

দ্বিতীয়ত :- নিজের মনমত সংস্থা নির্বাচন করুন তারপর তাতে ঢোকার জন্য সম্পূর্ণ রূপে চেষ্টা করুন। 

তৃতীয়ত :- নিজের সম্ভাব্য, রোজগার-প্রদানকর্তার নীতি, প্রক্রিয়া এবং ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে লিখে ফেলুন। সেই  অনুসারে নিজেকে ছাঁচে ঢালার চেষ্টা করুন।  তবেই উন্নতির পথ প্রশস্ত হবে।  

চতুর্থত :- নিজের যোগ্যতা ও প্রতিভার ব্যাপারে নিজেই সম্পূর্ণ বিশ্লেষণ করুন আর ঠিক করুন যে আপনার কাছে দেওয়ার মতন কি আছে।  অর্থাৎ আপনার ভেতরে এমন কি যোগ্যতা  আছে যার জন্য লোকে আপনাকে কাজ দেবে?   এক্ষত্রে শিক্ষা ক্ষেত্র ছাড়াও অন্যান্য ক্ষেত্রে (যেমন -খেলাধুলা, ভাষণ,প্রতিযোগিতা, ড্রামা ইত্যাদি ) আপনি কতটা পারদর্শী তার উল্লেখ করুন।

 পঞ্চমত :- আপনি কি পাবেন, কিছু ক্ষনের জন্য তা ভুলে যান আর  ক্রমাগত এটাই মাথায় রাখুন যে গ্রাহককে আকর্ষিত করার জন্য আপনার কাছে কি কি আছে। 

ষষ্ঠত :- যদি আপনার কাছে কোন স্পস্ট পরিকল্পনা থাকে তবে একটা কাগজে সুন্দর ভাবে তার বিবরণ লিখে ফেলুন। 

সপ্তম :- তারপর এই কাগজ সেই ব্যাক্তিকে দিয়ে দিন যার সাথে কম্পানির (যাতে আপনি কাজ চাইছেন ) সরাসরি যোগাযোগ আছে। যদি তা প্রথমেই তার্কিক ঢঙে করা হয় তবে সম্ভাব্য মালিকের উপর তার গভীর প্রভাব পড়বে।  

Previous
Next Post »

Please do not enter any spam link in comment
section suggestions appreciated
Thanks..... ConversionConversion EmoticonEmoticon