First: - I know that I have the ability to achieve my own clear goals. So I want to keep trying to get it, I'm trying hard to do it.
Second: - I know that the more the effect of the judgment on my brain, the more it blossoms outside. So I will focus on these trials for half an hour every day. I have achieved the success I desire, all my thoughts will be on it.
Third:- I know about the decision of personal-motivation that if there is a constant desire in my mind, then the outside world is trying to find its expression. I will try to convert this desire into faith for at least ten minutes every day.
Fourth: - I have clearly written what is my main purpose in life. I will keep trying to get it and never give up even if I get the opposite result.
Fifth: - Unless a term is found on the basis of truth, it can never last. So I don't want to do anything that hurts others. I want to work with the help of everyone, I do not want to take any service financially.
I will always remember these formulas and follow them every morning and evening. I know that no lasting interest can be found by negativity right now. There are natural laws behind this formula that no one has ever been able to explain. The same psychiatrists call it 'personal motivation' or 'own motivation'.
Whatever the name, it is always effective, everyone agrees. If it is taken in a positive form, it can accomplish great and influential work, and if it is taken in a negative form, it destroys itself.
One more thing should be clearly understood in this case, our subconscious mind does not make any difference in positive and negative judgment. It works like a machine, that is to say, 'as the raw material is given, so is it obtained'
The way fire works, personal motivation shows its effects. Fire can destroy two. It depends on its use. If one desires peace and prosperity then personal motivation will give him so. But if Kaur always thinks of poverty and misery, will he prosper?
If you always have fear in your mind, can you ever hope?
Two and two is four as true as this saying is true. That is, it is a mathematical and universal truth.
প্রথম :- আমি জানি যে নিজের স্পষ্ট লক্ষ্য প্রাপ্ত করার ক্ষমতা আমার মধ্যে আছে। তাই আমি তা পওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করতে চাই, আমি তা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি।
দ্বিতীয় :- আমি জানি যে, আমার মস্তিকে যে বিচারের প্রভাব বেশী, বাইরে তারই স্বরূপ প্রস্ফুটিত হয়ে ওঠে। তাই আমি প্রতিদিন আধা ঘন্টা এই বিচারগুলি উপরের মনোযোগ দিয়ে রাখব। আমি যে সফলতা কামনা করে তা পেয়েছি , আমার সমস্ত চিন্তা তার দিকেই থাকবে।
তৃতীয় :-আমি ব্যক্তিগত -প্রেরণার সিদ্ধান্ত সম্পর্কে জানি যে যদি আমার মনে ক্রামাগত কোনো ইচ্ছা ঘুরপাক খেতে থাকে তবে বাইরের বিশ্বে তারেই অভিব্যক্তি খোঁজার চেষ্টা করা হয়। আমি রোজ কমপক্ষে দশ মিনিট ধরে এই ইচ্ছাকেই বিশ্বাসে পরিবর্তন করার চেষ্টা করব।
চতুর্থ :- আমি স্পষ্ট করে লিখে নিয়েছে যে, জীবনে আমার প্রধান উদ্দেশ্য কি। আমি ক্রমাগত তা পাবার চেষ্টা চালিয়ে যাব এবং বিপরীত ফল পেলেও কখনই বিমুখ হবে না।
পঞ্চম :- যতক্ষন না কোন পদ সত্যের ভিত্তিতে পাওয়া যায় ততক্ষন তা কখনই টিকতে পারেনা। তাই অপরের ক্ষতি হয় এমন কোন কাজ আমি করতে চাই না। আমি সকলের সহযোগিতার সাহায্যেই কাজ করতে চাই, কাউর থাকেই অর্থনৈতিক ভাৱে কোন সেবা নিতে চাইনা।
আমি সবসময় এই সূত্র গুলি মনে রাখব এবং প্রতিদিন সকাল -সন্ধ্যা তা মেনে চলব। আমি জানি যে নেতিবাচকতার দ্বারা এখনই কোন স্থায়ী হিত পাওয়া সম্ভব না। এই সূত্রের পিছনে প্রকৃতিক এমন নিয়ম আছে যাকে কেউ কখনই স্পস্ট করতে পারেনি। একই মন চিকিসৎকরা 'ব্যাক্তিগত প্রেরণা ' বা ' নিজস্ব প্রেরণা ' বলছে।
একেই যে নামেই ডাকা হোক না কেন তা সর্বদাই কার্যকরী থাকে, সবাই তা স্বীকার করে। যদি তা ইতিবাচক রূপে নেওয়া যায় তবে তার দ্বারা বড় - বড় প্রভাবশালী কাজ সম্পূর্ণ করাযায় , আর যদি তা নেতিবাচক রূপে নেওয়া হয় তবে তা নিজেকে ধংস করে দেয়।
এক্ষত্রে আরো একটা বিষয় স্পস্ট রূপে বুঝতে হবে, আমাদের অবচেতন মস্তিকে ধনাত্বক ও ঋণাত্বক বিচারের ক্ষেত্রে কোন রকম পার্থক্য করেনা। এটা একটা মেশিনের মতন কাজ করে অথার্ৎ 'যেমন কাঁচামাল দেওয়া হয়, তেমনই পাওয়া যায়' যদি ভায়ের সঞ্চার করা হয় তবে ভয় পাওয়া যায় ,আর যদি আশার সঞ্চার করা হয় তবে আশা পাওয়া যায়।
আগুন যে ভাবে কাজ করে সেভাবেই ব্যক্তিগত প্রেরণা তার প্রভাব দেখায়। আগুন ধংস- সৃষ্টি দুই করতে পারে। ইটা তার ব্যবহারের উপরেই নির্ভর করে। যদি কেউ শান্তি ও সমৃদ্ধির কামনা করে ব্যক্তিগত প্রেরণা তাকে তাই দেবে। কিন্তু যদি কাউর মনে সর্বদা দারিদ্রতা ও কষ্টের গুরপাক খায় তবে সে সমৃদ্ধি পাবে ?
আপনার মনে যদি সর্বদা ভয় থাকে তবে কখনই আশা জমাতে পারে কি ?
দুই আর দুইয়ে চার হয় এই কথাটা যতটা সত্যি, এই কথাটাও ঠিক ততটাই সত্যি। অর্থাৎ এটা এক গাণিতিক তথা সর্বজনীন সত্য।
Please do not enter any spam link in comment
section suggestions appreciated
Thanks..... ConversionConversion EmoticonEmoticon