One boy shouted angrily at his mother, "I hate you. I hate you." Fearing his mother's reprimand, he ran away from home. Going a little farther into a valley surrounded by mountains, he shouted again, "I hate you, I hate you." The echo came back from the mountain, "I hate you, I hate you." The boy heard this echo for the first time in his life. Frightened, he ran to his mother and said to her, "Mother, a bad boy in the mountains is shouting at me. I'm going to tell you." The little boy went back and said out loud, "I love you, I love you." The echo came back. The little boy's teaching was that our lives are like echoes: whatever we give, we get back.
একটি বালক তার মায়ের উপর রাগ করে চেঁচিয়ে বলল, "আমি তোমাকে ঘৃনা করি। আমি তোমাকে ঘৃনা করি। " মায়ের বকুনির ভয়ে সে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেল। একটু দূরে একটি পাহাড় ঘেরা উপত্যকায় গিয়ে সে আবার চেঁচিয়ে বলল, "আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। " পাহাড় থেকে প্রতিধ্বনি ফিরে এল "আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি।" ছেলেটি জীবনে এই প্রথম প্রতিধ্বনি শুনল। ভয় পেয়ে সে দৌড়ে মায়ের কাছে ফিরে গিয়ে মাকে বলল, 'মা পাহাড়ে একটা খারাপ ছেলে চেঁচিয়ে বলছে , আমি তোমাকে।" মা এই ব্যাপারটা বুঝতে পেরে ছেলেকে পাহাড়ের উপত্যকায় ফিরে গিয়ে চিৎকার করে বলতে বললেন , যে " আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি," ছোট ছেলেটি ফিরে গিয়ে উচ্চস্বরে বলল, " আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি "। প্রতিধ্বনি ফিরে এল। বাচ্চা ছেলেটির শিক্ষা হোল যে আমাদের জীবন প্রতিধ্বনির মত : যা দিই তাই ফিরে পাই।
Please do not enter any spam link in comment
section suggestions appreciated
Thanks..... ConversionConversion EmoticonEmoticon